"সাবেক আইজিআরের সম্পদের পাহাড়” শিরোনামের সংবাদে বলা হয়েছে যে, “উত্তরা সেক্টর ১০, রোড ১৩-এর ৬২/সি ও সেক্টর ৩, রোড নম্বর ৮, প্লট ৯-এর মালিক মো. আব্দুল মান্নান, সাবেক মহাপরিদর্শক, নিবন্ধন পরিদফতর "
কিন্তু প্রাপ্ত তথ্যানুযায়ী যাচাই বাছাই করে এই তথ্যগুলো ভুল ছিলো বলে প্রতিয়মান হয়েছে। উক্ত প্লট গুলোতে সাবেক আইজিআর আব্দুল মান্নান খানের কোন সম্প্রিক্ততা নাই।
ক্রয় ও বরাদ্দ সুত্রে যথাক্রমে উক্ত প্লটগুলোর মালিক সেক্টর -১০, রোড - ১৩ প্লট নং ৬২/সি প্লট, আলী হোসেন ও হান্নান খান। এবং সেক্টর -০৩, রোড - ০৮, প্লট নং- ০৯ এর মালিক জনাব জিয়াউল হক।
উক্ত সংবাদে সেক্টর -০৩, রোড - ০৮, প্লট নং- ০৯ এর মালিক জনাব জিয়াউল হকের প্লট ক্রয় সংক্রান্ত অনিয়ম এর কথা বলা হয়েছিলো।
গৃহায়ণ ও গনপুর্ত মন্ত্রণালয়ে পাঠানো একটি বেনামী চিঠির সুত্র ধরে এই অনিয়মের কথা প্রকাশ করা হলেও সম্প্রতি আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক প্রদত্ত রাজউক ও মন্ত্রণালয়ে প্রেরিত বিভিন্ন প্রমানাদি যাচাই বাছাই করে নিশ্চিত হয়েছেন যে উক্ত প্লট হস্তান্তর প্রক্রিয়ায় কোন অনিয়ম হয় নাই।
উক্ত প্লট গুলোতে সাবেক আইজিআর আব্দুল মান্নান খানের কোন সম্প্রিক্ততা নাই। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য নিখাদ খবর কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।